Tuesday, September 15, 2020

শ্রদ্ধেয় শেখ কামাল ভাই আমাদের নেতা ও রাজনৈতিক শিক্ষা গুরু : (পর্ব ১১)

 

শ্রদ্ধেয় শেখ কামাল ভাই আমাদের নেতা ও রাজনৈতিক শিক্ষা গুরু : (পর্ব ১১)

আমাদের বিজয়ে ছাত্রলীগ অফিসে সবাই আনন্দিত উল্লসিত হলো, মিষ্টি খাওয়া হলো। আমরা আমাদের চার মাসের অক্লান্ত পরিশ্রমের জন্য হলাম প্রশংসিত।

"বঙ্গবন্ধু" আমাদের দাবী পূরণ করেছেন এর চাইতে আর বড় পাওয়া আর কি হতে পারে!

এই ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি আনন্দের সাফল্যের ও চমৎকার ঐতিহাসিক একটি ঘটনা বলেই আমি মনে করি। যা অনন্য অসাধারণ মধুর স্মৃতিময়।

আজ এতো গুলো বছর পরেও বঙ্গবন্ধুর সেই পিতৃস্নেহের স্নেহ মাখা হাত যেন আমার মাথায় ছুঁয়ে আছে আজও।

আমাদের প্রিয় নেতা কমান্ডার শেখ কামাল ভাইয়ের ও ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব শেখ শহিদুল ইসলাম ভাই এবং সিটি ছাত্রলীগের সার্বিক সাহায্য ও সহযোগিতা না থাকলে আমরা কিছুতেই এই সাফল্য অর্জন করতে পারতামনা।
বঙ্গবন্ধু পর্যন্ত হয়তো পৌঁছানোর দুঃসাহস ও হয়তো আমাদের হতো না।

(যদিও আমরা দেশ ব্যাপী মাধ্যমিক শিক্ষক ধর্মঘট ও অন্য স্কুলের ছাত্রীদের বোকামি সার্বিক পরিস্থিতির কারণে সবটা দাবি আদায় করতে পারিনি। )

আমি আজ নির্দ্বিধায় বলতে পারি বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু ই। কিন্তু যদি ১৫ আগস্ট এর নির্মম হত্যাযজ্ঞের পরে শুধু শেখ কামাল ভাই ও বেঁচে যেতেন, তবে এই বাংলাদেশের রূপ হতো অন্য রকম। সমৃদ্ধ হতো বাংলাদেশ এগিয়ে যেতো বহুদূর।


অথচ এই মহান দেশপ্রেমিক মানবিক গুণাবলী সম্পন্ন মেধাবী নিরহংকারী শেখ কামালের বিরুদ্ধে জঘন্যতম সব অপপ্রচার চালানো হয়েছে দেশী বিদেশী স্বাধীনতা বিরোধীদের কূট চক্রান্তে। আর সেই পালে হওয়া দিয়েছে আগুনে ঘি ঢেলেছে তৎকালীন জাসদ।

সিরাজ শিকদারের সর্বহারা পার্টিকে পাহারা দিতে গিয়ে দুর্ঘটনা বসত কামাল ভাই ও তার বন্ধুরা পুলিশের গুলিতে আহত হলেন। যার মধ্যে বর্তমান বি, এন, পি, নেতা টুকুও ছিলেন।

পরের দিন জাসদের পত্রিকা " গনকণ্ঠ " হেড লাইন করলো বাংলাদেশ ব্যাংক ডাকাতি করতে গিয়ে শেখ কামাল আহত!! কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে শেখ কামাল ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি। যার রেশ চলছে দুর্ভাগ্য জনকভাবে আজও।

আজকের প্রজন্মের কাছে আমার প্রশ্ন,

*) কোথাও কখনো ব্যাংকের ভোল্ট ভেঙে ডাকাতি হতে শুনেছেন ?
*) বাংলাদেশ ব্যাংক এর সেফটি ভোল্ট ভাঙা কি খুব সহজ কাজ ?
সেক্ষেত্রে তো মনে হয় শেখ কামাল রাইফেল নয় ট্যাংক নিয়ে যাওয়ার কথা ছিল।
*) জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পুত্র কে কি টাকার জন্য ব্যাংক ডাকাতি করতে হয় ?

উনি চাইলেই তো তার এক কথায় লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন বৈধ অবৈধ পথেই।
জাতির দুর্ভাগ্য আমরা তা বিশ্বাস করেছি অন্ধের মতো।

সে সময়ে ছাত্রলীগের "পদক্ষেপ" নামে একটি মাসিক মুখপত্র ছিলো। শেখ কামাল ভাই সেটির ও সার্বিক দেখা শুনা করতেন।

চলবে---------

শ্রদ্ধেয় শেখ কামাল ভাই আমাদের নেতা ও রাজনৈতিক শিক্ষা গুরু : (পর্ব ৭)

 শ্রদ্ধেয় শেখ কামাল ভাই আমাদের নেতা ও রাজনৈতিক শিক্ষা গুরু : (পর্ব ৭) ১৯৭২ - ৭৩ সাল সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। রেলপথ, নৌপথ, রাস...